SPKA BUSINESS MODEL Er Terms
SIKNAT PASNAW KHERWAL ASSOCIATION
Reg-S0011475 of 2019-2020
Head office- Habibpur, P.O- Rajabazar
P.S- katwali, Dist-paschim Medinipur
Pin-721101, West Bengal, India
Date-29.09.2021 Time-6:30PM
SPKA এর সমস্ত সদস্যগন দের নিয়ে গতকাল এক বিশেষ আলোচনা সভা Google meet এর মাধ্যমে আয়োজিত হয়ে ছিল, এবং সমস্ত সদস্য দের মতামতের মাধ্যমে আগামী দিন গুলির জন্য সুকর্মের কিছু সিদ্ধান্ত গ্রহন করা হল।
আলোচনার উল্লেখিত বিষয়গুলি :-
১) SPKA এর সর্বশেষ আলোচনার পূনরাবৃত্তি করা।
হল।
২) Business Area সমন্ধে আলোচনা করা হল।
৩) বিশেষ নিয়ম অনুযায়ী পরবর্তী আলোচনা গুলি
Paid Member নিয়ে আলোচনা করা হবে।
৪) ইচ্ছানুসারে Membership গ্রহনের জন্য
Student- 100/- আর Service Holder-
500/- টাকা লাগবে।
৫) ৫০ জন Paid Member হলে কাজ শুরু হবে।
৬) Director এর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এবং
৭) বিবিধ বিষয় এ আলোচনা করা হল।
Comments
Post a Comment